আরাফাতের দোয়া
لاَ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهٗ لاَ شَرِيْكَ لَهٗ لَهُ الْمُلْكُ وَلَهُ الْـحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
اَللّٰهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَّفِي سَمْعِي نُورًا وَّفِي بَصَرِي نُورًا
اَللّٰهُمَّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي
وَاَعُوْذُ بِكَ مِنْ وَّسَاوِسِ الصَّدْرِ وَسَتَاتِ الْاَمْرِ وَ فِتْنَةِ الْقَبْرِ
وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا يَلِجُ فِي اللَّيْلِ وَ شَرِّ مَا يَلِجُ فِي النَّهَارِ وَ شَرِّ مَا تَهُبُّ بِهِ الرِّيَاحُ
উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া ‘আলা কুল্লি শায়ইন্ কাদীর।
আল্লাহুম্মাজ্ ‘আল্ফী কাল্বী নূরাঁও ওয়াফী সাম্ ‘ঈ নূরাঁও ওয়াফী বাসারী নূরাঁ।
আল্লাহুম্মাশরাহ্লী সাদ্রী ওয়া ইয়াসর্সিলী আম্রী।
ওয়া আ ‘উযুবিকা মিঁও ওয়াসাভিসিস্ সাদ্রী ওয়া সাতাতিল আম্রি ওয়া ফিত্নাতিল্ কাব্র।
আল্লাহুম্মা ইন্নী আ ‘উযুবিকা মিন্ শার্রিমা ইয়ালিজু ফিল্লায়লি ওয়া শার্রিমা ইয়ালিজু ফিননাহারী ওয়া শার্রিমা তাহুব্বু বিহির রিয়াহ্।
অর্থ: নাই উপাস্য আল্লাহ ব্যতীত, তিনি একক, নাই তাঁর কোনও শরীক। তাঁরই রাজত্ব এবং তাঁরই প্রশংসা এবং তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। হে আল্লাহ! নূর দাও আমার হৃদয়ে, নূর দাও আমার কানে আর নূর দাও আমার চোখে। হে আল্লাহ! আমার দিলকে প্রশস্ত কর এবং আমার কাজকে সহজ করে দাও এবং আমি তোমার আশ্রয় লই আমার দিলের কুমন্ত্রণা হতে, আমার কাজের বিশৃঙ্খলা হতে এবং কবরের বিপত হতে। হে আল্লাহ! আমি তোমার আশ্রয় চাই তার অনিষ্ট হতে যা দিনে ও রাতে সংঘটিত হয় এবং তার অনিষ্ট হতে যা বাতাস প্রবাহিত করে।
দ্রষ্টব্য: এটা ব্যতীত যে কোনও দো ‘আ দরূদ ও যিকর করা যেতে পারে।
আরাফাতে তালবীয়ার পরে পড়বেন –
اِنَّمَا الْخَيْرُ خَيْرُ الْاَخِرَةِ
উচ্চারণ: ইন্নামাল্ খায়রু খায়রুল্ আখিরা।
অর্থ: নিশ্চয় আখিরাতে যে মঙ্গল তাই একমাত্র মঙ্গল।
আরাফাতে আসরের নামাযের পর অবস্থানকালে হাত উঠাইয়া ৩ বার বলবেন
اَللّٰهُ اَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ
উচ্চারণ: আল্লাহু আকবার ওয়া লিল্লাহির হামদ।
অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহরই যাবতীয় প্রশংসা।