তাওয়াফ শুরু করার নিয়ম
ইজতেবা: তাওয়াফ শুরু করার আগে ইহরাম পরিধান থাকলে এবং এই তাওয়াফের পর যদি সায়ী করতে হয় তাহলে ইহরামের চাদরটিকে ডান হাতের নিচ দিয়ে নিয়ে ডান কাঁধটাকে খালি রাখতে হবে। এটাকে ইজতেবা বলে। ৭ চক্করেই এই ইজতেবা করতে হবে। তারপর কাবাঘরের হাজারে আসওয়াদের বরাবর এসে নিয়ত করুন।
তাওয়াফের নিয়ত
পিছনে সবুজ বাতি রেখে সামনে হাজারে আসওয়াদ যেন আপনার ডান কাঁধ বরাবর থাকে এমনভাবে দাঁড়িয়ে তাওয়াফের নিয়ত করুন-
اَللّٰهُمَّ اِنِّىْ اُرِيْدُ طَوَافَ بَيْتِكَ الْحَرَامِ فَيَسِّرْهُ لِيْ وَتَقَبَّلْهُ مِنِّيْ سَبْعَةَ اَشْوَاطٍ لِلّٰهِ تَعَالٰي عَزَّ وَجَلَّ
“হে আল্লাহ! আমি তোমার পবিত্র ঘরের সাত চক্কর তাওয়াফের নিয়ত করছি। তুমি ইহা আমার জন্য সহজ করে দাও এবং কবুল করে নাও।”
উক্ত নিয়ত শেষে সামান্য এক কদম ডানদিকে সরে আসুন যেন হাজারে আসওয়াদ সম্পূর্ণভাবে আপনার চেহারা ও বুকের সোজাসুজি হয়ে যায়।
এখন তাকবীরে তাহরীমার মত দুই হাত কান পর্যন্ত উঠান যেন হাতের তালু হাজারে আসওয়াদের দিকে থাকে এবং নিচের তাকবীরটি বলে হাত ছেড়ে দিন-
بِسْمِ اللّٰهِ اَللّٰهُ اَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ
এখন দুই হাতের তালু ৪ ফুট পরিমান উচ্চতায় হাজারে আসওয়াদের দিকে তুলে ইশারায় একবার চুম্বন করুন। তিনবার চুম্বন করা মুস্তাহাব।
(তাওয়াফের নিয়তকালীন তাকবীর বলার সময়ে কান পর্যন্ত হাত উঠানো একটি কাজ, আর ৪ ফুট পরিমাণ বুক পর্যন্ত সামনে হাত উঠিয়ে হাজারে আসওয়াদ ইস্তিলাম (চুম্বন) করা আরেকটি কাজ। সুতরাং তাকবীরের ইশারা আর ইস্তিলামের ইশারার মধ্যে অনেক তফাৎ আছে। চুম্বনের ইশারায় তাকবীরের ইশারার মত কান পর্যন্ত হাত উঠাবেন না।)
এখন আপনার হাতের ডানদিকে ঘুরে হেঁটে হেঁটে তাওয়াফ শুরু করুন। তাওয়াফের সময় হাতের বামে কাবাঘরের দিকে তাকাবেন না।