কবর যিয়ারতের নিয়ম ও দোয়া
কোন কবরস্থান পরিদর্শন শেষে নিচের দোয়া ও সালাম পেশ করে সওয়াব রেছানী করে কবর যিয়ারত সম্পন্ন করুন।
কবর যিয়ারতের জন্য নিম্ন লিখিত দোয়াটির প্রথম ২ লাইন সর্বস্থানের কবরের জন্য পড়া যাবে আর দ্বিতীয় ২ লাইন যেখানে সাহাবাগণ শায়িত আছেন সেখানে পড়তে হবে।
اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُوْرِ يًغْفِرُ اللّٰهُ لَنَا وَلَكُمْ وَ اَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِا الْاَثَرِ
اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا اَصْحَابَ رَسُوْلِ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمْ
উচ্চারণ: “আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়ানাহনু বিলআসারি।”
আসসালামু আলাইকুম ইয়া আসহাবা রাসুলিল্লাহি ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম।”
অর্থ: “হে কবরবাসীগণ! তোমাদের প্রতি সালাম। আল্লাহ পাক আমাদিগকে এবং তোমাদিগকে ক্ষমা করুন। তোমরা আমাদের পূর্বগামী এবং আমরা তোমাদের পশ্চাদবর্তী।”
হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাগণ (রাঃ) আপনাদের প্রতি সালাম।”
সালামের পর বিসমিল্লাহর সাথে ৩ বার সূরা ফাতিহা, ১০ বার সূরা ইখলাছ ও ১১ বার দুরূদ শরীফ পড়ে (আরো অন্যান্য সূরা সমূহ পড়তে পারেন) মুনাজাতের মাধ্যমে এর সওয়াবটুকু সর্ব প্রথমে হযরত রাসুলে পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম এর কাছে পাঠিয়ে দিয়ে তারপর সমস্ত নবী-রাসুল, সাহাবা, আহলে বাইত, তাবেয়ী তাবে-তাবেয়ী, পীর আউলিয়া, মৃত আত্মীয় স্বজন ও সকল মুসলমানদের রুহের উপর এর সওয়াবটুকু পৌঁছে দিবেন।