কাবা শরীফ দেখে প্রথম দোয়া
মসজিদুল হারামে প্রবেশ করার পর প্রথম যখনই কাবা শরীফ চোখের নজরে আসে তখনই যে দোয়া করা হয় তা অবশ্যই কবুল হয়। তাই হেরেম শরীফে প্রবেশ করে আল্লাহর ঘর চোখের নজরে আসার সাথে সাথে বলবেনÑ
‘হে আল্লাহ! আমাকে ‘মুসতাজাবুদদাওয়াত’ হিসাবে কবুল করুন অথবা বলুন ‘হে আল্লাহ! আমি এখন থেকে যা দোয়া করবো সমস্ত দোয়া কবুল করে নিন।’