তাওয়াফের ওয়াজিব নামায
তাওয়াফ শেষে মুলতাজামের দোয়া পড়ে ২ রাকাআত তাওয়াফের ওয়াজিব নামায পড়ুন মাকামে ইবরাহীমকে নিজের ও বাইতুল্লাহর মাঝখানে রেখে তা যত দূর থেকেই হোক। প্রথম রাকাআতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন ও দ্বিতীয় রাকাআতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাছ পড়া সুন্নাত।
নামায শেষে দীর্ঘক্ষণ কান্নাকাটি করে মুনাজাত করুন এরপর এই বইয়ে পরবর্তী ৪৫ পৃষ্ঠায় বর্ণিত নিয়মানুসারে জমজমের পানি পান করুন। তারপর নামায শেষে মাকামে ইবরাহীমকে সামনে রেখে এই দোয়া পড়ুন:
وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ إِبْرَاهِيْمَ مُصَلّٰى
উচ্চারণ: ওয়াত্তাখিযু মিম্ মাকামি ইবরাহীমা মুসল্লা।
অর্থ: এবং ইবরাহীমের দন্ডায়মান স্থানকে তোমরা নামাযের স্থান কর।
এখন হাজারে আসওয়াদে পৌঁছে চুম্বন করুন। ভীড় থাকলে দূরে দাঁড়িয়ে হাতের ইশারায় নিচের দোয়াটি পড়তে পড়তে চুম্বন করুন-
بِسْمِ اللّٰهِ اَللّٰهُ اَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ
উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।