রমল: তাওয়াফের প্রথম ৩ চক্কর রমল অর্থাৎ ঘনঘন পা ফেলে কাঁধ হেলিয়ে বীর-বিক্রমে দ্রুত চলতে হবে।
বি:দ্র: যে তাওয়াফের পরে সায়ী আছে শুধু সে তাওয়াফেই পুরুষরা ইজতেবা ও রমল করবেন।
বুজুর্গ ব্যক্তিগণ তাদের অভিজ্ঞতার আলোকে কিছু দোয়া সাজিয়েছেন তাওয়াফ, সায়ী, মাকামে ইবরাহীম ও মুলতাজামের সামনে পড়ার জন্য। সে সমস্ত দোয়াগুলি বেশ বড় বড়। তাই যাদের আরবী পড়ার অভিজ্ঞতা কম তাদের সুবিধার্তে মনীষি ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ খুবই ছোট আকারে কিছু দোয়া উল্লেখ করেছেন। তিনি বলেন যে, আমি তাওয়াফের জন্য নিচেরদোয়াটিই হাদিসে পেয়েছি। তাওয়াফ, সায়ী, মুলতাজামে ও মাকামে ইবরাহীমে সেই ছোট দোয়া পড়তে পারেন আর সাথে নিজের ভাষায় আপনার সবরকম চাওয়া, দোয়া, মুনাজাত করতে থাকুন।
*সাধারণত: হাজারে আসওয়াদে সব সময় ভীড় থাকে। কাজেই তাওয়াফের সময় দূর থেকে হাতের ইশারায় চুম্বন করতে হয়।