তাওয়াফ শেষে জমজম পানি পানের নিয়ম ও দোয়া

জমজম পানি পানের নিয়ম ও দোয়া

তাওয়াফের ২ রাকাআ’ত ওয়াযিব নামায শেষে এখন জমজম পানি পান করুন। পানি পান করতে নিচের দোয়াটি পড়বেন।

কেবলামুখি হয়ে দাঁড়িয়ে নিচের দোয়াটি পড়ে তিন নিঃশ্বাসে তৃপ্তির সাথে আবে জমজম পান করুন।

بِسْمِ اللّٰهِ   وَالْحَمْدُلِلّٰهِ وَالصَّلٰوةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়াছ ছলাওয়াতু ওয়াস সালামু আ’লা রাসুলিল্লাহ

অর্থ: আল্লাহর নামে আরম্ভ করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর।

পানি পানের পর নিচের দোয়াটি পড়ুন:

اللّٰهُمَّ إِنِّيْٓ  أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَّرِزْقًا وَّاسِعًا وَّشِفَآءً مِنْ كُلِّ دَآءٍ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ‘ইলমান নাফিয়াও ওয়া রিযকাও ওয়াসিআও ওয়াশিফাআম মিন কুল্লি দায়ি

অর্থ: “হে আল্লাহ! তোমার কাছে চাচ্ছি আমি ফলপ্রদ জ্ঞান, সচ্ছল জীবিকা, আর সকল রোগ থেকে আরোগ্য।”

পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করতঃ কিছু পানি মাথা ও মুখমন্ডলে ছিটিয়ে দিন। এটা করা সুন্নাত।

জমজম পানি পানের নিয়ম / How To Drink Zamzam Water – মাকারিম – ৩০

জমজম কূপ কিভাবে তৈরী হলো- মাকারিম – ২৫