তাওয়াফ শেষে মুলতাজামের দোয়া

মুলতাজামের দোয়া

 তাওয়াফের ৭ চক্কর শেষে মুলতাজামকে (হাজরে আসওয়াদ ও কাবা ঘরের মাঝের অংশটি) সামনে রেখে নিচের দোয়া পড়ুন।

اَللّٰهُمَّ اِنِّىْ وَقَفْتُ بِبَابِكَ وَالْتَزَمْتُ بِاَعْتَابِكَ اَرْجُوْ رَحْمَتَكَ وَاَخْشٰ مِنْ عَذَابِكَ – اَللّٰهُمَّ حَرِّمْ شَعْرِىْ وَجَسَدِى عَلٰى النَّارِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী ওয়াকাফতু বিবাবিকা ওয়ালতাযামতু বিআতাবিকা আরযু রাহমাতাকা ওয়া আখশা মিন আযাবিকা আল্লাহুম্মা হাররীম শারী ওয়া জাসাদী আলান্নার।

অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার দুয়ারে দাঁড়ানো আছি এবং তোমার চৌকাঠে আঁকড়িয়ে ধরেছি। তোমার রহমতের আশা রাখি এবং তোমার শাস্তিকে ভয় করি। হে আল্লাহ! আমার চুল ও শরীরকে দোযখের আগুনের জন্য হারাম করে দাও।