মুজদালিফার দোয়া
আরাফাত ময়দান থেকে এসে রাতের বেলা মুজদালিফার ময়দানে অবস্থান নিয়ে এক আযান দুই একামতে মাগরিব ও এশার নামায আদায় করে নিন। ফজরের নামায আওয়াল ওয়াক্তে আদায় করে সূর্যোদয় পর্যন্ত কিবলামুখি হয়ে তাকবীর, তাহলীল ও আল্লাহ তায়ালার জিকির ইস্তিগফার এবং মুনাজাতে নিয়োজিত থাকুন। কিবলামুখি হয়ে নিচের জিকিরটি করুন।
اَللّٰهُ اَكْبَرُ لاَ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهٗ لاَ شَرِيْكَ لَهٗ
উচ্চারণ: আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকা লাহু।